শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

যে জন্য অভিনয় থেকে দূরে আছেন ক্যামেরন ডিয়াজ

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

তিনি হলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। কিন্তু ভাবা গত তিন বছর ক্যামেরন ডিয়াজের কোনও ফিল্ম মুক্তি পায়নি? ঠিক তাই, ২০১৪তে মুক্তি পাওয়া মিউজিকাল চলচ্চিত্র ‘অ্যানি ছিল’ তার অভিনয়ে শেষ ফিল্ম।
কিন্তু কেন তিনি অভিনয় থেকে দূরে আছেন? এই প্রসঙ্গে ৪৪ বছর বয়সী অভিনেত্রীটি জানিয়েছেন, প্রতিদিন সেটে হাজির হবার জন্য প্রতিদিন দীর্ঘ পথ ভ্রমণ করে করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন আর নিজের একান্ত জীবনের প্রতি মনোযোগ দিতে চাইছিলেন বলে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। গুইনেথ প্যাল্ট্রোর ‘গুপ ওয়েলনেস সামিট’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বললাম, ‘আমি নিজেকে আসলে বলতে পারছিলাম না আমি আমার জন্য কতটা করছি।’ এমন অবস্থা আসলে মোকাবেলা করা কঠিন। নিজেকে পূর্ণাঙ্গ করার তাগিদ অনুভব করেছি আমি।”
উল্লেখিত অনুষ্ঠানে প্যাল্ট্রো ছাড়া উপস্থিত ছিলেন মডেল মিরেন্ডা কার আর দুই ডিজাইনার টোরি বার্চ এবং নিকোল রিচি।
২০১৭ সালের এই পর্যায়ে ডিয়াজ তার নতুন কোনও ফিল্মের ঘোষণা দেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন