ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাদের মিয়া (৪০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছাদের মিয়া মৈশাইর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। এ ঘটনায় ইয়াসিন ও আশরাফুল নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মৈশাইর গ্রামের দিদ্দিক মিয়ার বাড়ির পাশে ছাদের মিয়ার জমিতে মাছ ধরার ফাঁদ পাতেন একই এলাকার ইয়াছিন মিয়া। এ সময় ছাদের মিয়া গিয়ে মাছ ধরার ফাঁদ তুলে ফেলে দেয়। এরই জের ধরে ইয়াছিন মিয়া ও তার লোকজন ছাদের মিয়ার উপর হামলা চালায়। এ সময় ছাদের মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ইয়াছিন মিয়ার লোকজন। খবর পেয়ে ছাদের মিয়ার বাড়ির লোকজন উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে গুরুতর আহত ছাদের মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন