শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পর্যটন শিল্পের উৎকর্ষতা সাধনে ট্যুরিজম ডেভেলপার এসোসিয়েশন অব সিলেট কমিটি গঠন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৩:৩৪ পিএম

সিলেট অঞ্চলের পর্যটন শিল্পকে বিশ্বের মাঝে তুলে ধরার পাশাপাশি এ শিল্পের উৎকর্ষ সাধনের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নতুন মাত্রার সংগঠন ‘ট্যুরিজম ডেভেলপার এসোসিয়েশন অব সিলেট-টিডাস’। বুধবার রাতে স্থানীয় এক হোটেলে পর্যটন শিল্পের প্রতিকৃত ডা. জাকারিয়া হোসেনকে সভাপতি করে টিডাস-এর দু’বছরের জন্য গঠন করা হয় প্রথম কমিটি। কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি খন্দকার সিপার আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ, ইকরামুল কবির, আহমেদ নূর, মো. ফকরুজ্জামান ও মোতাহার হোসেন বাবুল। এছাড়া কমিটিতে পরিচালক হয়েছেন, জহিরুল কবির চৌধুরী শিরু (অপারেশন ও ফাইন্যান্স), মো. খতিবুর রহমান (ইন্টারন্যাশনাল এফেয়ার), অ্যাডভোকেট মঈন উদ্দিন মঞ্জু (লিগ্যাল মেটার্স), শান্ত দেব (ট্রেড অ্যান্ড ফেয়ার) ও শাহ দিদার আলম চৌধুরী নবেল (মিডিয়া)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন