শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সারা দেশে শুরু হয়েছে হেফাজতের কমিটি গঠনের কার্যক্রম

হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ২:০৪ পিএম

হেফাজতে ইসলাম-বাংলাদেশ বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী দাঃবাঃ বিগত কাউন্সিলে সারা দেশের জেলা ও থানা, সিটি কর্পোরেশন, পৌরসভা ইউনিয়ন কমিটি সমূহ বাতিল করার কথা ঘোষণা হয়েছে। ইতিমধ্যে ফেনী জেলার পুর্নাঙ্গ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর আংশিক কমিটি গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আগামী ২৫ জানুয়ারি হাটহাজারী উপজেলা, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনের তারিখ ঘোষণা করা হয়েছে। শীগ্রই সারাদেশে জেলা, মহানগর, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠনের জোর প্রস্তুতি চলছে। পুরানো কমিটির নিষ্ক্রিয় বিতর্কিত নেতাদের বাদ দিয়ে সক্রিয়, ত্যাগী, নির্যাতিত নেতাদের নিয়ে কমিটি গঠনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমিরে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী দাঃবাঃ এবং ভারপ্রাপ্ত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম জিহাদি দাঃবাঃ আহবান জানিয়েছেন তবে কমিটি গঠনের ক্ষেত্রে একজন এক পদ এই নীতির কথা সবাইকে স্বরণ রাখার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তারা জেলা উপজেলায়, মহানগর, পৌরসভায় থাকবেন না বলে জানা যায়। আর যারা জেলাতে আছেন তারা উপজেলা কমিটিতে আর যারা উপজেলা কমিটিতে আছেন তারা অন্য কমিটিতে থাকতে পারবেন না এই নীতি মেনে চলার জন্য কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে মোহতারাম মহাসচিব, যুগ্ম মহাসচিবগন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সাথে যোগাযোগ রেখে তাদের নির্দেশনা অনুসারে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। হেফাজতের কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় নেতারা শীগ্রই সারা দেশে সফরে বের হবেন এবং জেলা কমিটি গঠন করে দিয়ে আসবেন বলে জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এক নেতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন