শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

রোগীর ব্যবস্থাপত্রের লেখা স্পষ্ট হোক

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৯ এএম

উচ্চ আদালত এবং সরকারের নির্দেশনার পরও রোগীর ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশনে চিকিৎসকদের অস্পষ্ট লেখা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবস্থাপত্রে ওষুধের সংক্ষিপ্ত নাম এবং দুর্বোধ্য লেখার কারণে রোগীরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনি ওষুধ বিক্রেতারাও অনেক সময় সঠিক ওষুধ দিতে ভুল করেন। যার নেতিবাচক পরিণতি ভোগ করতে হয় সংশ্লিষ্ট রোগীকে। ২০১৭ সালের জানুয়ারিতে রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের নাম সুস্পষ্টভাবে লিখতে নির্দেশনা দেন হাইকোর্ট। আদালতের নির্দেশনার সূত্রে সরকারও চিকিৎসকদের বিষয়টি সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা প্রদান করে। বড় অক্ষরে স্পষ্টভাবে লেখার নির্দেশনা দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে রোগীদের ব্যবস্থাপত্রে ওষুধের নাম অস্পষ্টভাবেই লেখা হচ্ছে। ফলে উচ্চ শিক্ষিতদেরও ওষুধের প্রকৃত নাম বুঝতে বিপাকে পড়তে হয়। শহরাঞ্চলের বিভিন্ন জনবহুল এলাকা এবং প্রান্তিক জনপদের অনেক ওষুধের দোকানের মালিক বা বিক্রয়কর্মী অল্পশিক্ষিত। অস্পষ্ট লেখা বা ওষুধের সংক্ষিপ্ত নাম লেখা ব্যবস্থাপত্র তাদের বোধগম্যতার বাইরে। আবার, একই ওষুধ কোম্পানিভেদে ভিন্ন ভিন্ন নামে বাজারজাতকরণ করা হয়। তাই, রোগীদের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধি ঠেকাতে রোগীদের ব্যবস্থাপত্রে স্পষ্ট ও বড় অক্ষরে ওষুধের নাম ও পরামর্শ লেখার প্রতি দেশের সরকারি ও বেসরকারি সকল পর্যায়ের চিকিৎসকদের সুদৃষ্টি প্রত্যাশা করছি।

আবু ফারুক
বান্দরবান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন