শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাভাইরাস মহামারি : আক্রান্ত যেসব বিশ্বখ্যাত রাজনীতিক ও সেলিব্রেটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৫:৩৬ পিএম

বিশ্বের শীর্ষ নামকরা রাজনীতিক, সেলিব্রেটি ও খোলোয়াররা করোনাভাইরিাসে আক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট দেশ তাদের সুস্থ্যতার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে। করোনাভাইরাস কমপক্ষে পৃথিবীর ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ভয়ানকভাবে হামলা করে ১০ লাখেরও বেশি মানুষের প্রাণহানির রেকর্ড সৃষ্টি করেছে।বৈশ্বিকভাবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষের করোনাভাইরাস পজিটিভ এসেছে, যার মধ্যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজনীতিক, আমলা, সরকারি কর্মকর্তা, বিভিন্নক্ষেত্রে সেলিব্রেটি এবং খেলোয়াররাও রয়েছেন। এদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প রয়েছেন, একমাস পরেই যার বিশ্বকাপাঁনো প্রেসিডেন্ট নির্বাচন, তিনি এক টুইটবার্তায় গতকাল ৩ অক্টোবর জানালেন তার করোনা পজিটিভ।কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনটি ইনকিলাব পাঠকদের জন্য অনুবাদ করেছেন মোহাম্মদ আবদুল অদুদ।

করোনাভাইরাস মহামারির কারণে অনেক বড় বড় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নিউইয়র্কের মেট্রোপলিটন আর্ট জাদুঘরে মে মাসে অনুষ্ঠতব্য বার্ষিক মিট গালা বা বড় ফ্যাশন শোও স্থগিত করা হয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিতব্য বিশ্বকাপাঁনো কান চলচ্চিত্র উৎসবও মে মাসে হওয়ার কথা ছিল, যা কতৃপক্ষ স্থগিগত করেছে এবং জুন বা জুলাই মাসে করার চিন্তা করছে।

হলিউড অভিনেতা টম হেঙ্কস ও তার স্ত্রী, অভিনেত্রী ও গায়িকা রিতা উইলসন, ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা, ব্রিটেনের প্রিন্স চার্লস, বলিউড লিজেন্ড অমিতাভ বচ্চন, সঙ্গীত শিল্পী পিংক এবং অপেরা শিল্পী প্লাসিডো ডমিনগোসহ সুপরিচিত অনেকেই আক্রান্ত হয়েছেন মহামারি করোনায়।

বিশ্ববিখ্যাত রাজনীতিক ও সেলিব্রেটিদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম, ফিলিপাইনের ইন্টেরিয়র সেক্রেটারী ইডিয়ারডো এনো, মার্কিন কংগ্রেসের উচ্চপদস্থ সদস্য রাউল গ্রিজালভা, ভেনেজুয়েলার তেলমন্ত্রী তারেক য়েই এইজামি, ৭ মন্ত্রীসহ বলিভিয়ার প্রেসিডেন্ট জিয়ানাইন আন্দেজ, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ারে বলসোনারো, তার স্ত্রী মিশেল বলসোনারো, যদিও তিনি এখন সুস্থ্য, তার প্রেস সেক্রেটারী ফাবিও ওয়াজেনগার্টেন, ঘানার স্বাস্থ্যমন্ত্রী কাকু এগিমাং মানু, দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখার ও তার স্ত্রী এনজেলিনা টেনি, রাশিয়ান প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ, রাশিয়ান সংস্কৃতিমন্ত্রী অলগা লাইভিমোভা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী, বর্তমান পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার, রেলমন্ত্রী শেখ রশীদ আহমাদ, প্রধান বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জাফর মির্জা ও দেশটির সবচেয়ে বড় দাতা সংস্থা ইধি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইধি, স্পেনের উপ প্রধানমন্ত্রী কারম্যান কারভো, প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা গমেজ, মন্ত্রী ইরেনে মন্টেরো, দেশটির ক্যাটালনিয়া অঞ্চলের নেতা কুইম ত্বরা, ক্যাটালান সরকারের উপ প্রধান পেরে আরাগোনেস, প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস, নাইজেরিয়ান পররাষ্ট্রমন্ত্রী জিউফ্রেই অনিয়েমা, প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যাব্বা কাইয়ারি, দেশটির অয়ো স্টেটের গভর্নর সেয়ি মেকিন্ডে, ক্যান্টকির রিপাবলিকান ইউএস সিনেটর রান্ড পল, মরক্কোর রাজপুত্র প্রিন্স আলবার্ট, ইউরোপিয়ান ইউনিয়নের চীফ ব্রেক্সিট নেগেশিয়েটর মিশেল বার্নিয়ের, ব্রাজিলের জ্বালানিমন্ত্রী বেনতু এলবোকোয়ারকো, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অগাস্টো হেলেনো, সস্ত্রীক ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকুভ লিজমেন্ড, জার্মানীতে ইজরাইলের রাষ্ট্রদূত জেরেমি ইসাখারুফ, জার্মানীর খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা ফ্রেডেরিখ মের্জ, জাপানের ফুটবল এসোসিয়েশন প্রধান কুজো তাসিমা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্য বিভাগের মন্ত্রী নাদাইন ডরিস, স্বাস্থ্য সচিব ম্যাথিউ হ্যানকক, স্কটিশ সেক্রেটারী এলিস্ট্যার জ্যাক, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী পিটার ডত্তন, ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার, স্পিকার আলী লারিজানি, কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সফি গ্রেগরি ট্রুডো, ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিয়েস্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেটের সিনেটর টিম কেইনি, মিয়ামি সিটির মেয়র ফ্রান্সিস সোয়ারেজ, পোল্যান্ডের পরিবেশমন্ত্রী মিশ্যাল ঔস, বারকিনা ফ্রাসোর খনিমন্ত্রী ওমারাও ইদানি, শিক্ষামন্ত্রী স্ট্যানিসলাস ওয়ারো, ইন্টেরিয়র মন্ত্রী সাইমন সাওয়াডুগো, পররাষ্ট্রমন্ত্রী আলফা বেরী, উত্তর মেসিডোনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা জ্বরান জেভ ও রিস্টিজান মিকোসকি, গায়েনা বিসাউ’র প্রধানমন্ত্রী নুনু গমেজ নাবিয়াম, অর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান, বেলজিয়ামের রাজার ভাতিজা প্রিন্স জয়াসিম, আরব লীগেগর সদস্য সামি আবু সেহাদেহ, হন্ডুরাসের প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হারনান্দেজ, কাজাখাস্তানের সাবেক প্রেসিডেন্ট নূরসুলতান নজরবায়েভ, জাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ইননজি মুতোকওয়া, দুই সন্তানসহ ইতালীর সাবেক প্রধানমন্ত্রী সিলভিউ বেরলোসকুনি, ইউক্রেনের আর্ম ফোর্সেস কমান্ডার রুশলান হোমচক, তুরস্কের পার্লামেন্টের সাবেক স্পিকার বুলেন্ট এরিঙ্ক, কানাডার বিরোধীদলীয় নেতা এইরিন ওতেলে, জনপ্রিয় হলিউড তারকা দম্পতি টম হ্যাঙ্ক ও রীতা উইলসন, ফ্রান্সের জনপ্রিয় নায়িকা অলগগা কারিলেঙ্কো, ব্রিটিশ অভিনেতা ও গায়ক ইদ্রিস এলবা, স্পেনিস অপেরা সিঙ্গার প্লাসিডো ডমিনগো, মার্কিন রেডিও এবং টিভি টকশো তারকা এনডি কোহেন, সিএনএন নিউজ উপস্থাপক চেরিস কওমো, বলিউড মিউজিক ডিরেক্টর ওয়াজিদ খান, ভারতীয় তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন, স্পেনিস অভিনেতা এন্টিনিউ বান্দেরাস, পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি, রিয়াল মাদ্রিদের মারিয়ানো দিয়াজ, বিশ্বখ্যাত টেনিস খেলোয়ার নোবাক জোকোভিক, তুরস্কের বক্সিং খেলোয়ার সেরাত গোলার, ইতালিয়ান গোলরক্ষক মারকো পোরটিউলো প্রমুখ।

করোনায় মৃত্যুবরণ করেন সোমালিয়ার হিরসাবেলে স্টেটের বিচারমন্ত্রী খালিফ মোমিন তহু, গায়েনার সাবেক মন্ত্রী সেকো কৌরুমা, মিশরের অভিনেতা রাগগা আল গেগড্ডাউই, আফগার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ গজনফর, পাকিস্তানের সিন্ধু প্রদেশের মন্ত্রী গেগালাম মোরতাজা বালুচ, গগ্রীসের সাবেক স্বাস্থ্যমন্ত্রী দিমিত্রিস ক্রেমাসটোমাস, যুক্তরাজ্যের কীবোর্ড শিল্পী ডেভ গ্রিনফিল্ড, হাঙ্গেগরিতে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি প্রধান স্টিভেন ডিক, জাপানের সেরা কমেডিয়ান কেন শিমুরা, সার্বিয়ার স্টেট সেক্রেটারী ব্রানিসলাভ ব্লাজিক, সাবেক ভারতীয় ক্রিকেটার চিটান চৌহান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন