শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘গণফোরামের নামে অগঠনতান্ত্রিক কর্মকান্ডের এখতিয়ার কারও নেই’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যে কোনো ব্যক্তি গণফোরামের রাজনীতি ত্যাগ করে নতুন রাজনীতি করতে পারেন। তবে গণফোরামের নামে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক কর্মকান্ডের মাধ্যমে দলকে বিব্রত করার এখতিয়ার কারো নেই। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক দলীয় সভা শেষে এ বিবৃতি ইস্যু করা হয়। বৈঠকে শীর্ষ নেতারা অংশ নেন। 

বিবৃতিতে বলা হয়, গণফোরামের নামে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকান্ড ইতিপূর্বেও আমাদের নজরে এসেছে। তাদেরকে বিধিসম্মতভাবে দল থেকে বহিষ্কার করে গণফোরাম যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন আবার বহিষ্কৃতদের সাথে মিলিত হয়ে কয়েকজন সদস্য গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড, বক্তৃতা বিবৃতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। ফলে গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও কয়েকজন সদস্যকে শোকজ করা হয়েছে।
শোকজের জবাব পাওয়ার পর তাদের সম্পর্কে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার গণফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন