শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ৩:১২ পিএম

বন্দর উপজেলার মদনপুরে ছিনতাইকারীর কবলে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম শাহীন মাতবর(৪০)। তিনি বসুন্ধরা গ্রুপের বাবুর্চি হিসেবে নিয়োজিত ছিলেন। ৮ অক্টোবর রাত ২ টার দিকে মদনপুর হাইয়ের তালতলা লক্ষণখোলা এলাকায় মেইনরোডে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.ফখরুদ্দিন বলেন, রাত ২ টার দিকে হাইওয়ে দিয়ে বাড়িতে যাচ্ছিলেন বাবুর্চি শাহীন। এসময় রশি দিয়ে গলায় আঘাত করে গতিরোধ করে ছিনতাইকারীরা, ঘটনার কিছুক্ষণ পরই শাহীন মারা যায়। তার মোটরসাইকেল, মোবাইল চুরি করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় শাহীনের পরিবারের সাথে কথা বলেছি তারা আসছে, ছিনতাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাহীনের লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে(ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন