চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শনিবার ভোরে ট্রাকভর্তি ৩শ’ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- চালক নোয়াখালীর সেনবাগের উত্তর শাহপুরের ছালেহ আহাম্মদের ছেলে মোঃ রফিক (২৬) ও হেলপার ফেনীর সোনাগাজীর ফতেহপুর গ্রামের ফজলুল হকের ছেলে সাইফুল ইসলাম (২২)। চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী ট্রাকটি আটক করি। পরে সেটি তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক রফিক ও হেলপার সাইফুলকে আটক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন