শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফেনসিডিলসহ আটক ২

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার সকাল পৌনে ৮টায় ১০৪ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস ও চালকসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলো- মাইক্রোবাস চালক উপজেলার পূর্ব গৌরীপাড়া গ্রামের অন্তিম সরকারের ছেলে কল্যাণ সরকার (৩৪) ও নন্দলালপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫)। এই ঘটনায় গতকাল সোমবার সকাল ৮টায় ফুলবাড়ী থানার এসআই পিন্টু কুমার দাস বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও তার নেতৃত্বে এসআই আক্কেল আলী, পিন্টু কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স উপজেলার রাঙামাটি মোড়ে ফুলবাড়ীগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করলে ওই মাইক্রোবাসে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ফেনসিডিল ও মাইক্রোবাস জব্দ করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে মাইক্রোবাস চালক ও ওই মাইক্রোবাসের ভিতরে ১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা আহত
ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে সাইবেনী নামে ৮৫ বছরের এক বৃদ্ধা মহিলা। আহত সাইবেনী দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত ফেলা ম-লের মেয়ে। গত রোববার বিকাল ৪টায় উপজেলার ফুলবাড়ী মাদিলা সড়কের কৃষ্ণপুর মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বৃদ্ধা সাইবেনী কৃষ্ণপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় মাদিলাহাটগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারলে বৃদ্ধা সাইবেনী রাস্তার মধ্যে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ মামুন জানায়, বৃদ্ধ সাইবেনীর ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন