শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কমলনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৯:৪৬ এএম

কমলনগর উপজেলার চর লরেঞ্চ (করইতলা) এলাকায় শনিবার যৌতুকের টাকার জন্য অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যৌতুক দাবি করা এক লাখ টাকা না পেয়ে স্বামী-শ্বশুর-শাশুড়ি ওই নারীকে মারধর করে ঘরে তালাবন্দি করে রাখেন। পরে খবর পেয়ে গৃহবধূর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চার মাস আগে বটতলী এলাকার ওই নারীর সঙ্গে চরলরেন্স ইউনিয়নের আবুল কাশেমের ছেলে মো. মনিরের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীকে যৌতুক হিসেবে স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা দেয় তার পরিবার। পেশায় ট্রাক ড্রাইভার মনিরের ড্রাইভিং লাইসেন্সের জন্য দেওয়া হয় আরও ৫০ হাজার টাকা। এর পরও মনির আরও এক লাখ যৌতুক দাবি করে আসছে। এ টাকার জন্য শনিবার মনিরসহ তার বাবা-মা ওই গৃহবধূকে মারধর করে।


কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন