বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

কৃষকদের অবসর ভাতা চালু করুন 

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। এ দেশের সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং সার্বিক জীবনপ্রবাহ কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হয়। এ দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনো গ্রামে বাস করে। বাংলাদেশের জাতীয় আয়ের ১৩ দশমিক ৬ শতাংশ আসে কৃষি থেকে। কৃষিতে ৪১ শতাংশ মানুষের কর্মসংস্থান হয়। কৃষি বাংলাদেশের ১৬ দশমিক ৫ কোটি মানুষের শুধু খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা বিধান করে, বিভিন্ন শিল্পের কাঁচামালের জোগানও দেয়। নিঃসন্দেহে এটি একটি মহৎ পেশা। কারণ কৃষকরাই জীবনের শেষ সময় প্রর্যন্ত রাষ্ট্রের অর্থনীতি সচল রাখার জন্য সংগ্রাম করে। অথচ এই দীর্ঘসময় রাষ্ট্রকে সেবা দেওয়া কৃষক নামের যোদ্ধাদের কোনো স্বৃীকৃতি দেওয়া হয় না। তাই কৃষকদের পেশাটিকে পেশা গণ্য করে, পেশাজীবীদের যেমন নির্দিষ্ট বয়সের পর অবসর ভাতা দেওয়া হয়, তেমনি তাদেরকেও দেওয়া হোক। কৃষকদের অবসর ভাতার ব্যবস্থা করা হলে ঘরে ঘরে মানুষের চোখে-মুখে হাসি ফুটবে। যে ঘোষণায় তারা নিজেদের জীবন ও পেশাকে নিরর্থক নয়, ভাববে সার্থক। কৃষকদের নির্দিষ্ট বয়সের পর অবসর ভাতা প্রদান করা হবে কৃষকদের অবদানের শ্রেষ্ঠ পুরস্কার। মুজিববর্ষবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপহার হিসেবে কৃষকদের অবসর ভাতা প্রদান হবে এক যুগান্তকারী ঘোষণা। বঙ্গবন্ধু তনায়া, প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিলে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন।
আব্দুর রউফ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

 

আসুন, মাদক থেকে দূরে থাকি
মাদক আমাদের সমাজকে গ্রাস করছে। যতই দিন যাচ্ছে ভয়াবহতা ততই বাড়ছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চশিক্ষিত, স্বল্প শিক্ষিত, অশিক্ষিত, কিশোর-যুবকসহ সব বয়সের মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের বিষাক্ত ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে তারুণ্যের শক্তি ও অমিত সম্ভাবনা। এই মরণ নেশার বিস্তারে সমাজে একদিকে বাড়ছে অপরাধ, অন্যদিকে নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা। এ ছাড়া, মাদক সেবনের ফলে নানাবিধ শারীরিক ও মানসিক রোগে ভুগছে অনেকেই। আমরা যদি এখনই মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিতে পারি তাহলে আগামীতে এর পরিণাম হবে আরও ভয়াবহ। তাই আসুন, মাদকমুক্ত সমাজ গড়ি, মাদককে না বলি, মাদককে ঘৃণা করি, দেশের সব শ্রেণির মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
আল-আমিন আহমেদ
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন