পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা দেয়ার সাথে সাথেই রাজনৈতিক দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা চাঙা হয়ে উঠেছে। দফায় দফায় মিটিংয়ে বসছে আ.লীগ, বিএনপি, জাকের পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা। জানা যায়, ডিসেম্বর মাসের ১০ তারিখে হতে যাচ্ছে এ নির্বাচন। ১ যুগ পরে ফরিদপুর পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। এজন্য ফরিদপুরের সাধারণ ভোটারদের মধ্যে দেখা গেছে আনন্দ উল্লাস। ৯টি ওয়ার্ড থেকে বর্ধিত হয়ে বর্তমানে ফরিদপুরে ওয়ার্ড সংখ্যা এখন ২৭টি। তবে, ভোটারের সংখ্যা প্রায় দেড় লাখ। বর্ধিত ওয়ার্ডগুলোতে জাকের পার্টির ভোটারের সংখ্যা বেশি বলে জানান দলের নেতারা। প্রতিটি দলেরই ৭-৮ জন করে মেয়র প্রার্থীর সংখ্যা দেখা যাচ্ছে। তবে জাকের পার্টি যাদের সমর্থন করবে তারাই মেয়র হিসেবে জয় লাভ করবে বলে জানান জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া।
এ ব্যাপারে জাকের পার্টি জেলা সভাপতি জাদু মিয়া জানান, ফরিদপুর পৌরসভার প্রায় দেড় লাখ ভোটারদের মধ্যে প্রায় ত্রিশ হাজার ভোটার রয়েছে জাকের পার্টির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন