মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নোবেলের নতুন গান অভিনয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী মাঈনুল আহ্সান নোবেলের নতুন মৌলিক গান ‘অভিনয়’ সাউন্ডটেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে। ১২ নভেম্বর সন্ধ্যায় সাউন্ডটেক’র ইউটিউব চ্যানেলে নোবেলের গানটি প্রকাশ করা হবে। গানটি লিখেছেন আহমেদ রিজভী এবং সুর সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘নতুন নতুন শিল্পীদেরকে নিয়ে আমরা সবসময়ই কাজ করে থাকি। নোবেল নতুন হলেও সারেগামাপার কারণে দুই বাংলায় তার একটা আলাদা জনপ্রিয়তা আছে। তাকে নিয়ে একটি গান প্রকাশের ইচ্ছে ছিলো, এ কাজটি করতে পেরেছি। নোবেলের কন্ঠের সাথে চমৎকার মানানসই একটি গান হয়েছে। গানটি নিয়ে ভীষণ আশাবাদী।’ নাবেল বলেন, ‘আমার বন্ধু বান্ধব এবং পরিচিত যারা আমার কাছ থেকে গানটি শুনেছেন তারা সবাই গানটির বেশ প্রশংসা করেছেন। যারা একবার গানটি শুনেছেন তারা আরো কয়েকবার শোনার আগ্রহ প্রকাশ করেছেন। গানটি নিয়ে আমি আশাবাদী। গানটির জন্য সাউন্ডটেক পরিবার, এর কর্ণধার সুলতান মাহমুদ বাবুল ভাই, গানটির গীতিকার আহমেদ রিজভী ভাই, সুরকার-সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ূন ভাইয়ের কাছে কৃতজ্ঞ একটি অসাধারণ গান আমাকে উপহার দেয়ার জন্য। ধন্যবাদ গানটির মিউজিক ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক ভাইয়ের প্রতি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন