শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইতিহাসভিত্তিক গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সৈয়দ আব্দুল হাদী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইতিহাসভিত্তিক গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘স্মৃতিময় গান’র কাজ নিয়ে তিনি ব্যস্ত। এই অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি। পাশাপাশি উপস্থিত থাকেন শেখ সাদী খান ও মুনশী ওয়াদুদ। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘মূলত স্মৃতিময় গান এমন একটি অনুষ্ঠান যেখানে ষাট দশক এবং ষাট ও সত্তুর দশকের মাঝামাঝিতে বেতারে এবং টেলিভিশনে প্রচারিত কিছু গান নিয়ে আলোচনায় করা হয়। শিল্পীরাও গান পরিবেশন করেন। আলোচনা করতে গিয়ে অনেক ইতিহাস বেরিয়ে আসে, যা আমার কাছে মনে হয় এই প্রজন্মের শ্রোতা দর্শক এবং শিল্পীদেরও জেনে রাখা প্রয়োজন। আপাতত করোনা পরিস্থিতির মধ্যে এই একটি অনুষ্ঠানই করছি। এদিকে করোনার পরিস্থিতি শুরুর আগে তিনি নিয়মিত বাংলাভিশনের ‘গানে গানে দেশে দেশে’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করতেন। তবে করোনায় কাজ বন্ধ থাকায় নতুন করে কাজ শুরু করেননি। উল্লেখ্য, সৈয়দ আব্দুল হাদী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যে অনার্স পড়াকালীন চলচ্চিত্রে গান করার সুযোগ পান তিনি। ১৯৬০ সালে ‘ইয়ে ভি এক কাহানি’ সিনেমায় প্রথম প্লে-ব্যাক করেন। এরপর আরো বেশ কয়েকটি উর্দু ছবিতে গান গাইবার পর ১৯৬৪ সালে পরিচালক মোস্তাফিজুর রহমানের ‘ডাক বাবু’তে গান গাওয়ার মধ্যদিয়ে প্রথম বাংলা কোন সিনেমায় গান পরিবেশন করেন। মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা ‘চাতুরী জানেনা মোর বধুয়া’ গানটি গেয়েছিলেন তিনি আলী হোসেনের সুরে। গানটি সে সময় ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো। প্রয়াত সুবল দাসের অনুপ্রেরণায় সঙ্গীত পরিচালনা করেছিলেন ‘ফেরারী’ নামের একটি সিনেমায়। এরপর অসংখ্য সিনেমায় তিনি গান পরিবেশন করেন। তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় গান গাওয়ার জন্য। ২০০০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন