শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মীর সাব্বিরের সিনেমায় টাইটেল সং গাইলেন মমতাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

২০২০ সালে নতুন কোন সিনেমায় গান গাননি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। সমপ্রতি পরিচালক মীর সাব্বিরের প্রথম সিনেমা (সরকারী অনুদানে নির্মিত) ‘রাত জাগা ফুল’র টাইটেল সং ‘রাত জাগা ফুল’-এর টাইটেল সং গেয়েছেন তিনি। রাজধানীর নিকেতনে স্টুডিও ‘এম রেকর্ডস’এ গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়। গানটি লিখেছেন মীর সাব্বির এবং সুর সঙ্গীত করেছেন গীটারিস্ট-সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। মমতাজ বলেন, ‘এক কথায় বলবো অকেদিন পর একটি অসাধারণ গান গাইতে পারলাম। মীর সাব্বির এতো সুন্দর কথায় গান লিখতে পারেন, আমার ধারনা ছিল না। এর আগে তার অভিনয়ে আমরা মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস, এবার তার অভিনয়ের পাশাপাশি শ্রোতা-দর্শকর গানেও মুগ্ধ হবেন। আশা করছি, সিনেমাটিও খুব ভালো হবে।’ মীর সাব্বির বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে আমার নির্মিত প্রথম সিনেমা তাও আবার সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমায় মমতাজ আপার মতো এমন গুণী একজন সঙ্গীতশিল্পী গান গেয়েছেন। আমার সিনেমার পথচলায় তাকে পাশে পেয়েছি, এটা আসলে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবেনা। সাব্বির বলেন, আমি গানটি ঘোরের মধ্যে লিখেছি। ইমন চৌধুরীর প্রতি কৃতজ্ঞ চমৎকার সুর সঙ্গীতের আয়োজন করার জন্য।’ মীর সাব্বির জানান ২৫ ডিসেম্বর তার ‘রাত জাগা ফুল’ সিমোটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। ‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীতরচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন