শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলের দাবিতে সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পঞ্চগড়ে চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ আখের মূল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণাসহ তারিখ নির্ধারণ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষিদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে ফটকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় পঞ্চগড় সুগার মিল (চিনিকল) মূলক ফটকে পঞ্চগড় চিনিকল আখচাষি ও শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ ফটক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পঞ্চগড় চিনিকল কেন্দ্রীয় আখচাষি সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা আখ চাষি সমিতির সাবজোনে সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, পঞ্চগড় চিনিকল কেন্দ্রীয় আখচাষি সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলে আলম, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সদস্য জসিয়ার রহমান, তেঁতুলিয়া সাবজোন আখচাষি সমিতির সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। 

এসময় বক্তারা তাদেরে বক্তব্যে বলেন, পঞ্চগড়ের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল করে চাষিদের আখের বকেয়া পাওনা ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে আসন্ন আখ মাড়াই মাড়াই মৌসুম চিনিকল চালু রাখার সরকারের কাছে জোর দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবু তাহের আনসারী ২২ নভেম্বর, ২০২০, ৮:৩৫ পিএম says : 0
চিনিকল বন্ধ না হওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন