রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রাচ্য পলাশের প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ এর অনলাইন প্রিমিয়ার হবে ১ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করতে এটি নির্মিত হয়েছে। ১ ডিসেম্বর রাত ১২টায় ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল ‘প্রাকৃত টিভি’তে অনুষ্ঠিত হবে। একাত্তরে বাঙালি জাতিকে দেশের জন্য ঐক্যবদ্ধ করার মাধ্যমে বিজয়কে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রেখেছিলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বহু গান। মূলতঃ সাংস্কৃতিক জাগরণই বাঙালি জাতিকে বিজয় অর্জনে অপ্রতিরোধ্য করে তুলেছিলো তখন। সেই বিজয়ের পঞ্চাশ বছরের প্রাক্কালে বাঙালি জাতিকে দেশপ্রেমে উজ্জীবিত করার তাগিদ থেকে ঐক্যবদ্ধ হয়েছেন পাঁচজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এর মধ্যে রয়েছে বরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়েজীর লেখা ‘জন্মভূমি’ শীর্ষক গান। এর সুর ও সঙ্গীতায়ন করেছেন শামীম মাহমুদ। কন্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ ও জি বাংলা সারেগামাপা তারকা রুমানা ইতি ও নেপথ্য কন্ঠ দিয়েছেন সঙ্গীতা চৌধুরী। ছয় মিনিট দৈর্ঘ্যরে প্রামাণ্য চলচ্চিত্র ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’র ‘জন্মভূমি’ গানটির রেকর্ডিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। বাঙালি জাতির এ যাবত কালের শ্রেষ্ঠ অর্জন একাত্তরের মুক্তিযুদ্ধ ও বিজয়। বাঙালি বিজয় অর্জন করেছে প্রায় পঞ্চাশ বছর আগে। মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলা গড়ার সংগ্রাম চলমান। এ সংগ্রামে বাঙালির বিজয় এগিয়ে নিতে নতুন প্রজন্মের মাঝে বিজয়ের চেতনার জাগরণ ঘটাতেই প্রামাণ্য চলচ্চিত্র ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ নির্মাণ করা হয়েছে বলে জানালেন তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন