শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিমানে ঝাঁকে ঝাঁকে মৌমাছি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতের কলকাতা বিমানবন্দরে দেখা গিয়েছে ‘অবাঞ্ছিত অতিথি’। ঝাঁকে ঝাঁকে মৌমাছির দলের আক্রমণে দিশেহারা অবস্থা হয়েছে বিমানবন্দরের কর্মীদের। ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পিছনের দিকে মৌমাছির দল বসেছিল সোমবার। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিমানের গায়ে মৌমাছির হানায় বিমানটি উড়তেও বেশ অনেকটা দেরি হয়ে যায়। সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে। শয়ে শয়ে মৌমাছি গুনগুন করে উড়তে থাকে আকাশেও। একসঙ্গে এত মৌমাছির ঝাঁক দেখে সকলেই চমকে ওঠেন। বিমানটি টেক অফ করার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহ‚র্তে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় বিমানের কাছাকাছি যে কর্মীরা ছিলেন, যারা জ্বালানি ভরছিলেন বা বিমান পরিষ্কার করছিলেন, তারা ভয় পেয়ে যান। মৌমাছি তাড়াতে এরপর দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির জেট দিয়ে এক নিমেষেই বিমান থেকে মৌমাছিগুলিকে নামিয়ে আনেন দমকল বাহিনীর সদস্যরা। টিওআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন