শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেড় শ’ পুলিশ সদস্য অসুস্থ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১১:৩৯ এএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে পুলিশ, আনসার ও গাড়ির চালকসহ দেড় শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত, অসুস্থদের মধ্যে ৪১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ায় কারণে অসুস্থ হয়েছেন তারা। বৃহস্পতিবার ওই উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এদিকে নির্বাচন অনুষ্ঠান স্বাভাবিক রাখতে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়েছে। উপজেলা সদরের ইত্যাদি নামের একটি রেস্তোরাঁ ওই পুলিশ সদস্যদের খাবার সরবরাহ করেছিল। বুধবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই হোটেলের মালিককে আটক করেছে। বৃহস্পতিবার এসব বিষয় নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন