গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় সদু (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের এঘটনা ঘটে। নিহত শ্রমিক সদু উপজেলার হরিরামপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান সরকার জানান, হরিপুর গ্রামের লেবুর বাড়িতে রাজমিস্ত্রিরা সেপটিক ট্যাংক তৈরি করছিলো। রোববার সকালে রাজমিস্ত্রি সদু ট্যাংকের ভিতরের কাঠ খোলার জন্য ভিতরে নামে। সেখানে তাঁর মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, সেপটিক ট্যাংকের কাজের জন্য রাজমিস্ত্রি সদু ট্যাংকের নিচে নামে। কিন্তু ট্যাংকে গ্যাসের সৃষ্টি হওয়ায় সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন