উত্তর : যদি টাকা দেওয়ার শর্ত না থাকে, লাভ বা মানসিক চাপে সৌজন্যমূলক টাকা না হয়ে থাকে, তাহলে নেওয়া যাবে। ঋণের বিনিময়ে কিছু নেওয়া হারাম। শর্ত করে নির্দিষ্ট টাকা নেওয়া সুদ। নিয়ম মতো মুদারাবা হিসাবে টাকা বিনিয়োগ করলে লভ্যাংশ হিসাবে নেওয়া যায়। এর বাইরে কোনো চাপ, আশা, মনমালিন্য কিছুই যদি না থাকে, আর উভয়ই যদি সুদের ব্যাপারে পূর্ণ সচেতন থাকে, এরপর নেহায়েত দায়হীন, চাপহীন সৌজন্য হিসাবে তাদের মধ্যে কোনো লেনদেন হতেও পারে। শশুরের দেওয়া উপহার নিতে পারে। খেয়াল রাখতে হবে, কারও মনেই যেন এটি টাকা নেওয়ার বিনিময় বা প্রচ্ছন্ন সুদ বলে খটকা না থাকে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন