শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৯:৫৫ এএম

আজ শহীদ বুদ্ধিজীবী। তাই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আজ (সোমবার) সকাল থেকেই মানুষের ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এরপর দলের নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা। বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধে জনসমাগম বাড়ে।

করোনার স্বাস্থ্য ঝুঁকি থাকলেও স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সন্তানরা, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল, জাতীয়পার্টিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
sats1971 ১৪ ডিসেম্বর, ২০২০, ১১:১৯ এএম says : 0
Today is that day remembering them those who were killed by Pakistani solders, 30 lack Bangladeshi was killed . Those who are fighting and protesting before freedom fighting. One of them Md. Atiar Rahman Bhuiyan village Itna Post Itna district Norail was killed by Pakistani soldiers his roll was set on fire to Residence of Govt Momen khan and Sabur khan house in Khulna city during 144 karfue and he fights against pak govt from 1969 to 1971 Mar 2020 with law enforcers when he is going to Kushtia/India on April he caught by Razakar,Muslim league and Pakistani soldier was killed him very torture, At mid night he left his house on Jan 71 with SK Salim, Sk Shahidul Islam and other one from his village itna and met with MP Eklas and Hafiz on night and reached khulna and set on fire. He was unmarried VP Chattroleague city college khulna and first year of degree studentm. His name was not included Gonomuktizoddha list. He is really brave and fight against pak govt he injured many times and jailed also during preparing Muktizoddha.He wrote a letter to his mother a pad of national flag and picture of Bangabandhu pad sent by post during protesting pakistani govt 1970 this letter deposited to TNO office Lohagara Norail on 1981 for making list of shaheed list. It is bring symbol of freedom by Sk Mujibur Rahman.Family noting want from govt but want recovered his hand writting letter and returned to his brother.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন