বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বাস্তবায়নের দাবি

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি। বেপজার অধীনস্থ সরকারিভাবে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় ৪০০ একর সম্পত্তির মধ্যে ৮২ একর সরকারি এনিমি জমি থাকায় ইপিজেড করার জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। কিন্তু এখন সেখান থেকে ইপিজেডটি সরিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়ার পাঁয়তারা হচ্ছে বলে শোনা যাচ্ছে। অথচ, প্রাথমিকভাবে বাছাই করা বাঁশবুনিয়া মৌজায় কোনো বাড়িঘর নষ্ট না করেই বেপজার চাহিদার চেয়েও কয়েক গুণ খালি জায়গা রয়েছে। পায়রা নদীবন্দরের কাছে হওয়ায় বাঁশবুনিয়া মৌজায় ইপিজেড করা হলে আমদানি ও রপ্তানিকারকরা অতিরিক্ত সুবিধাও পাবেন। তাই গলাচিপাতেই ইপিজেড স্থাপনের উদ্যোগটি দ্রæত বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
নিয়ামুর রশিদ শিহাব
গলাচিপা, পটুয়াখালী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন