বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

শিশুশ্রমমুক্ত বাংলাদেশ চাই

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৬ এএম

বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শিশুশ্রম আইন নিষিদ্ধ থাকলেও অসচেতনতার কারণে তা দিন দিন বাড়ছে। সুস্থ ও সুন্দরভাবে প্রতিটি শিশুর বেঁচে থাকা জন্মগত অধিকার বটে। কিন্তু যে বয়সে শিশুদের হাতে বই থাকার কথা, সেই বয়সে আজ তারা কাজের বোঝা তোলে নিচ্ছে কাঁধে। যে শিশু আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় অংশ নেবে, সেই শিশুই বাধ্য হচ্ছে শ্রম দিতে। শারীরিক ও মানসিকভাবে প্রতিনিয়ত বঞ্চনারও শিকার হচ্ছে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বোঝা চাঁপিয়ে দেওয়া হচ্ছে তাদের ওপর। এটির পেছনের অন্যতম কারণ হচ্ছে দারিদ্র্য। সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিশুশ্রম নিরসন করতে হবে। পাশাপাশি দরিদ্র শিশুদের প্রয়োজনীয় শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যের সুষম বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। 

মো. মিরান উদ্দিন
শিক্ষার্থী, গাছবাড়িয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন