বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সতর্কতা জরুরি

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

শীতকাল একটি শ্রেণির মানুষের কাছে উপভোগ্য হলেও কারো কাছে আবার তা দুশ্চিন্তার। এই সময়ে কিছু কিছু শ্রেণি পেশার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। শীতকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। কখনো কখনো এতই প্রকট হয়, যার ফলে স্বল্প দূরত্বের কোনো কিছু স্পষ্টভাবে দেখা যায় না। গভীর রাত পর্যন্ত সারাদেশে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, অ্যাম্বুলেন্স ইত্যাদি চলাচল করে। ঘন কুয়াশায় রাস্তার লাইটগুলোর আলোক স্বল্পতা কিংবা রাস্তার মোড়ের সঠিক দিকনির্দেশনা বুঝতে না পেরে বিভিন্ন যানবাহন খাদে পড়ার ঘটনাও ঘটে। এতে অনেক সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এছাড়াও ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যাত্রায় প্রত্যন্ত অঞ্চলের কিছু নির্জন রাস্তায় প্রাইভেট কারগুলোকে ছিনতাইকারীদের মুখোমুখি হতে হয়। তাই অন্যান্য সময়ের চেয়ে শীতকালে চলাচল করাটা একটু বেশিই বিপদজনক। এ ক্ষেত্রে গাড়ি চালকদের অধিক সচেতন থাকা দরকার। দূরপাল্লার যাত্রা শুরুর পূর্বে গাড়ির লাইটগুলো ঠিক আছে কি না পরীক্ষা করে নেয়া উচিত। কুয়াশা বেশি ঘন হলে রাস্তায় যাত্রা বিরতি দিতে হবে। পাশাপাশি আবহাওয়া অফিস থেকে চালকদের জন্য ঘন কুয়াশার সতর্কতা বার্তা নিয়মিত পৌঁছানোর উদ্যোগ নেয়া যেতে পারে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দিকনির্দেশনা ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। 

মামুন হোসেন আগুন
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন