দখলমুক্ত হবার পর ফের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে রাজধানীর পল্টন থেকে দৈনিক বাংলা পর্যন্ত রাস্তার দোকানদাররা। দোকানের সামনের ফুটপাত দখল করে কার্পেট, সীল তৈরীর সরঞ্জাম, সাইনবোর্ড রেখে পুরো ফুটপাত দখল করে রেখেছেন। ফলে পথচারীরা ফুটপাত দিয়ে ঠিকমত হাটতেও পারেন না।
জানা যায়, বছরের শুরুতে এ সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। এরপর করোনা পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল অনেক দিন। বর্তমানে ব্যবসা কার্যক্রম স্বাভাবিক হলে আবারও ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা হয়েছে।
পথচারী রোকসানা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, ফুটপাতে কার্পেটগুলো রেখে পুরো বোঝাই করে রাখা হয়েছে। এগুলোর জন্য ঠিকমত হাটা যায় না। দেখা গেছে, ফুটপাতে জায়গা না থাকায় অনেকে মূল রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন