আবাসিক হল বন্ধ রেখে সরাসরি উপস্থিতির মাধ্যমে করোনার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটকে থাকা অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা আগামী ২ জানুয়ারী থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। তাছাড়া এসব পরীক্ষা চালু রাখার জন্য শীতকালীন ছুটি এবার বাতিল ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার বিশ^বিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত একাডেমিক কাউন্সিল মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাবি কলা অনুষদের ডীন অধ্যাপক ফজলুল হক।
তিনি বলেন, ২০১৯ সালে যাদের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স পরীক্ষা চলছিল শুধুমাত্র তাদের পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে। বাকি যে সব বর্ষের পরীক্ষা আটকে আছে তাদের বিষয়ে সিদ্ধান্ত এ পরীক্ষা শেষ হওয়ার পর নেয়া হবে। পরীক্ষা ফিজিক্যালি হবে। একারনে শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তাছাড়া, পরীক্ষার সময় আবাসিক হল সমূহ বন্ধ রাখা হবে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন