বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

শহীদ মিনার স্থাপন করুন

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩টিতে স্থানীয়ভাবে শহীদ মিনার নির্মাণ করা হলেও বাকি ১৩৩টি বিদ্যালয়ে নেই শহীদ মিনার। ২৩টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১৩টিতেই শহীদ মিনার নেই। বছরের পর বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিবসকে কেন্দ্র করে কোনো কোনো প্রতিষ্ঠান কলাগাছ কিংবা বাঁশ-কাঠ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে কোনো রকমে দিবস পালন করে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য

রেদ্বওয়ান মাহমুদ
জকিগঞ্জ, সিলেট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন