শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নান্দাইলে ভ্রাম্যমান আদালত ২ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৫:১০ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন ভোক্তা আইন মেনে সকলকে ব্যবসা বানিজ্য পরিচালনার আহবান জানিয়ে বলেন, মেয়াদ উর্ত্তীণ দ্রব্য সামগ্রী অবশ্যই গুদামজাত করা, ভেজাল পণ্যসামগ্রী বিক্রী করা যাবেনা। পণ্যের সঠিক মাপ নিরুপন করে বিক্রী করতে হবে। হোটেল রেস্তোরায় বাসীপচা খাবার বিক্রী করা যাবেনা। এসব নির্দেশ না মেনে ব্যবসা পরিচালনা করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে নান্দাইল সদর বাজার ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভার এসব কথা বলেন তিনি আরো বলেন, ভোক্তা অধিকার সংরক্ষনে প্রতি নিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। আলোচনা সভার একপর্যায়ে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তাদের আপ্যায়নে ল্যাক্সাস বিস্কুট সরবরাহ করা হলে বিস্কুটের প্যাকেটে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখতে পান। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা পরিষদের সামনের টিকলি ষ্টোরের মালিক শ্রী নরেন্দ্রের পুত্র পল্টনকে ২০ হাজার টাকা ও তার পাশের দোকান তাসিন ষ্টোরের মালিক নরুউদ্দীনের পুত্র সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। পরে অভিযুক্ত ব্যবসায়ীরা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়। এ সময় নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ জহিরুল ইসলাম জনি পেশকারের দায়িত্ব পালন করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন