শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ট্রুডোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বৈশ্বিক মহামারীর এই সময়ে কানাডা সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত উদ্যোগ এবং কানাডিয়ানদের প্রতি তার সহমর্মিতা ও সহযোগিতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে ট্রুডো সরকারের নেয়া নাগরিকদের জন্য বিভিন্ন প্রণোদনা স্মরণীয় হয়ে থাকবে। নতুন বছরের প্রাক্কালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডিয়ানদের শুভেচ্ছা ও নতুন বছরকে স্বাগত জানিয়ে তার ফেইসবুক এবং টুইটারের এক বার্তায় বলছেন, সোফি এবং আমি আপনাকে নববর্ষের জন্য আমাদের উষ্ণ-আন্তরিক শুভেচ্ছা পাঠাচ্ছি। তিনি উক্ত বার্তায় আরও বলেন, ‘এ বছরটি আমাদের জন্য চ্যালেঞ্জপ‚র্ণ ছিল। আমরা একটি বিশ্বব্যাপী মহামারীর তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থনীতি এবং আমাদের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে’। তিনি আরও বলেন, আমাদের দেশে বর্ণবাদ, বৈষম্য এবং অন্যায় নিরসনে আমরা এখন থেকেই কাজ করে যাবো। সেই সাথে আন্তর্জাতিক জলবায়ু থেকে শুরু করে অন্যান্য বিষয়েও কাজ করবো। বিগত করোনাকালের মাসের মানসিক, শারীরিক এবং আর্থিক সংকট কাটাতে আমরা কানাডিয়ানরা উন্নত আর সুন্দর ভবিষ্যতের জন্য নানাভাবে একসাথে কাজ করেছি এবং আগামীতেও করবো। এই ঐক্যবদ্ধতা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। নতুন বছরে একটি নতুনের দিকে আমাদের অধ্যবসায়, আমাদের বুদ্ধি, আমাদের মূল্যবোধ, আমাদের দায়িত্ববোধ এবং অন্যদের প্রতি আমাদের মমতায় সবাইকে নিয়ে এগিয়ে যাবো। ২০২১ সালে আমরা কানাডাকে আরও ন্যায়সঙ্গত করে সমৃদ্ধ এবং শক্তিশালী কানাডা গড়ে তুলবো। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন