শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেরোবিতে ৮ দফা দাবীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী চলছে

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৬:২৮ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা নেয়া, ফলাফল প্রকাশসহ ৮ দফা দাবিতে একাডেমিক ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। কনকনে শীতের মধ্যেও তারা অবস্থান কর্মসূচী পালন করছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনো তারা মাস্টার্স শেষ করতে পারেনি। সরকারি চাকরির বয়স প্রায় শেষের দিকে। উপাচার্য আশ্বাস দেয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না। উপাচার্য কথা না রাখায় বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তারা। এরই প্রেক্ষিতে পরীক্ষা নেয়া ও ফলাফল প্রকাশসহ ৮ দফা দাবীতে ৪ জানুয়ারী সকাল থেকে একাডেমিক ভবনের মুল ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচী পালন করছে।
এর আগে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করলে ৭ দিনের মধ্যে পরীক্ষা নেয়া হবে মর্মে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর এমন আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নিয়েছিল তারা। আশ্বাসের ৭ দিন পেরিয়ে গেলেও উপাচার্য কথা না রাখায় ফের আন্দোলনে নেমেছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন