শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পূর্ণবাসনের দাবীতে সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ভূমিহীন পরিবারের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৫:২৪ পিএম

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পূণর্বাসন ও সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৬নং টুকেরবাজার ইউনিয়নের সুরমা নদী ভাঙ্গনে ঘর-বাড়ি হারা সর্বসান্ত ভূমিহীন পরিবার অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ভূমিহীন পরিবারের সদস্যগণ সকাল সাড়ে ১০টায় কাজিরবাজারের জমায়েত হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মিছিল পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচি চলা অবস্থায় পুনরায় জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয় এক স্মারকলিপি। এসময় ভূমিহীন পরিবারবর্গের সদস্যরা বলেন, আমরা সম্মেলিত ভাবে গত ০৭-১২-২০১৮ইং খাস জমি বন্দোবস্তের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি সহকারে আবেদন করি। পরবর্তীতে ২৫-০২-২০১৯ইং ভূমিহীন আবেদন ফরমে বিভিন্ন তথ্য সম্বলিত আবেদন করি এবং ২৬-০৭-২০১৯ইং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আবেদন করি। পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সুপারিশপত্র সহ জেলা প্রশাসকের কাছে পুনরায় আবেদন করা হয়। তৎপরবর্তীতে ০৩-০৯-২০১৯ইং আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পূণর্বাসনের জন্য আবেদন (স্মারক নম্বর ০৫.৪৬.৯১০০.০০৮.৫১.০০১.১৯.২১৬) করা হয়। ।
এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিকট বিভিন্ন সময় আবেদন নিবেদন করা হয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের প্রেক্ষিত কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর মধ্যে প্রধানমন্ত্রী সিলেট জেলাসহ সরাদেশে ভূমিহীনদের জন্য ‘স্বপ্ননীড়’ নামে প্রায় ৭০ হাজার পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করেছেন। কিন্তু আমাদের অসহায় পরিবারগুলো অসহায়ত্বের সুরাহা হয়নি। আমরা অতি মানবেতর ভাবে সিলেট-সুনামগঞ্জ রাস্তার পাশে অস্থায়ী ভাবে ঝুঁপড়ি ঘর বানিয়ে বসবাস করার কারণে প্রতি নিয়ত বাস-ট্রাকের দুর্ঘটানায় শিশু, বৃদ্ধরা প্রাণ হারাচ্ছে। প্রায় সময় ট্রাক, বাস আমাদের ঝুপড়ি ঘরে উল্টে পড়ছে। প্রশাসন বার বার উচ্ছেদ হওয়ার নোটিশ দিচ্ছে। কিন্তু আমাদের আশ্রয় নেওয়ার কোন স্থান নেই বিধায় মৃত্যুর ঝুঁকি নিয়েই এখানে বসবাস করতে হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও হাজার হাজার গৃহহীন ঘর পেলেও আমাদের ভাগ্যে ঘর বা জায়গা কোনাটাই জুটেনি। তাই নিরুপায় হয়ে আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি আজ।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সদর উপজেলা কমিটির আহবায়ক ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সর্বসান্ত পরিবারের আহবায়ক মোঃ ছত্তার মিয়া সভাপতিত্বে ও রমজান আলী পটুর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন ভূমিহীন পরিবারের অধিকার রক্ষার সংগ্রাম কমিটির আহবায়ক হুসাইন আহমদ লিটন, ভূমিহীন নেতা আক্তার হোসেন, খালেদ মিয়া, দুদু মিয়া, আলী আহমদ ও রেহানা বেগম প্রমুখ। উক্ত অবস্থান কর্মসূচিতে ভূমিহীন পরিবারের দাবির প্রেক্ষিতে সংহতি জানিয়ে ও বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে দ্রুত ভূমিকা পালনের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক আনছার আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার অন্যতম নেতা প্রণব জ্যোতিপাল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন