নাটোরের সিংড়ায় ছাগল চুরির অভিযোগে সাগর হোসেন ও অন্তর নামে দুই ছাত্রকে গাছের সাথে বেঁধে পিটালো সোহেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় হয়। রোববার (১০ জানুয়ারী) উপজেলার বিলদহর বাজারে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মোস্তফা সরদার ও সোহেল হোসেন এলাকা থেকে পালিয়ে যায়। আহত স্থানীয়রা ও সাগরের মা জানান, দুপুরে বিলদহর বাজারে সাগর ও অন্তর কাঁচা বাজার করতে যায়। বাড়ি ফেরার পথে বিলদহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে স্থানীয় মাদক ব্যবসায়ী মোস্তফা ও কালিনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে সোহেল তাদের গাছের সাথে বেঁধে পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা বলে ছাগল চুরির অপরাধে তাদের শাস্তি দেয়া হচ্ছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, তিনি মারপিটের ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন