ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। গতকাল দুপুরে ভ্রামম্যাণ আদালতের বিচারক ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দৌলতখানের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দফতর ও উপজেলা প্রশাসন যৌথ বিশেষ কম্বিং অভিযান চালায়। এ সময় ৯ জেলেকে আটক করা হয়। এছাড়াও অভিযানের সময় ২টি ইঞ্জিনচালিত নৌকা, ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের ভ্রামম্যাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন