বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আড়াইহাজারে কৃষিজমির মাটি কাটার অভিযোগে এক জনের এক মাসের জেল

কয়েকটি ভেকু গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১১:২৯ এএম

আড়াইহাজারে কৃষিজমি ও খালের মাটি কেটে বিক্রির অভিযোগে এক জনের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় এই ঘটনা ঘটে।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী, ফাউসা, ছোট ফাউসা, মারুয়াদীসহ বিভিন্ন এলাকায় একটি মহল খালের খননকৃত মাটি ও কৃষকের ফসলি জমির মাটি জোরপূর্বক বিক্রি করে আসছিল। এই অভিযোগে ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ উজ্জল হোসেন এর নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের একটি টিম উক্ত অভিযান পরিচালনা করে। উত্তেজিত জনতার রোষানলে ভেকু ও ড্রাম ট্রাকের শ্রমিকরা পালিয়ে যায়।

এসময় উত্তেজিত জনতা মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও কয়েকটি ট্রাক ভাঙচুর করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করা হয়।
মোবাইল কোট এই সময় রাজিব ভুইয়া (১৯) নামের এক জনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সে উপজেলার পাচঁবাড়িয়া গ্রামের আরজান মিয়ার ছেলে।

সহকারী কমিশনার ভুমি উজ্জল হোসেন আরো জানান, মাটি কাটার ব্যাপারে পুরো উপজেলায় এই রকম অভিযান পরিচালনা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন