শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১০:৪৫ এএম

কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কমা বাড়া হলেও সারা মাস জুড়ে কমবেশী কুয়াশা থাকবে বলে জানায় আবহাওয়া বিভাগ।

দিনের বেশিরভাগ সময় সূর্য ঢেকে থাকছে ঘন কুয়াশার মেঘে। রাতভর ঘন কুয়াশা বৃষ্টিরমত ঝমঝম করে পড়ছে। এ অবস্থায় সাধারন মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে দিন মজুর ও নি¤œ আয়ের মানুষজন সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন। জেলার হাসপাতালগুলোতে শীত জনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশী। কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, জেলায় হাসপাতাল গুলোতে ৩৫জন ডায়রিয়ায় এবং ১৮জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
নদ-নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে ঠান্ডার প্রকোপ বেশী পড়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন