শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ক্যাম্পাস খুলে দেয়ার দাবি জাবি ছাত্রলীগের

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল ও নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হুসাইন রাজন স্বাক্ষরিত এই স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের হাতে তুলে দেয়া হয়।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত না করে অনলাইন পরীক্ষা ও ক্লাস পরিচালনা করার ফলে শিক্ষার্থীরা নানা ধরনের প্রতিকূলতার স্বীকার হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা যদি হলে থেকে স্বাস্থ্যবিধি মেনে তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে তাহলে একদিকে যেমন গুণগত শিক্ষা গ্রহণ করতে পারবে অন্যদিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশেপাশে বাসা ভাড়া করে থাকতে গিয়ে যে অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে তা অনেকাংশে লাঘব হবে।’
এছাড়া স্মারকলিপিতে তারা বলেন, ‘অনলাইন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ মূল্যয়ন সম্ভব হয়না। তাছাড়া বিভিন্ন বিভাগের তত্ত¡ীয় বিষয়ের পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা মূল্যায়ন করা প্রয়োজন হয়। অনলাইনে কোনভাবেই ব্যবহারিক পরীক্ষা সম্পূর্ণ করা সম্ভব না। মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম ও দক্ষ জনবল তৈরি করার ক্ষেত্রে পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার কোন বিকল্প নেই।’
এমন অবস্থা থেকে উত্তরণের জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা তিনদফা দাবি প্রশাসনের নিকট তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- আগামী তিন কার্য দিবসের মধ্যে জাবির আবাসিক হল খোলার তারিখ ও শিক্ষা কার্যক্রম বিষয়ে সুর্নিদিষ্ট সিদ্ধন্ত গ্রহণ করা, আবাসিক হল খুলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও হলে থাকার পরিবেশ নিশ্চিত করার লক্ষে পরিস্কার পরিছন্নতা ও যথাযথ কার্যক্রম শুরু করা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিসিয়াল কার্যক্রমের গতিশীলতা আনয়নের জন্য সপ্তাহে তিন কার্য দিবসের পরিবর্তে পাঁচ কার্য দিবস কার্যক্রম পরিচালনার জন্য জোর দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন