শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনন্ত ও বর্ষা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০২ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল ঈদে মুক্তিপ্রতিক্ষিত তার নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’র প্রচার কাজ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। প্রায় প্রতিদিন কোনো না কোনো প্রচার কাজে অংশ নিচ্ছেন। তার সাথে থাকছেন সিনেমাটির নায়িকা বর্ষা। সিনেমার প্রচারণার অংশের মধ্যে তারা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছেন, তরুণ প্রজন্মের দিকে। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সিনেমাটির ট্রেইলর নিয়ে তাদের মাঝে হাজির হচ্ছেন। তাদের এ কার্যক্রম শুরু হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়াম থেকে। এবার গিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গতকাল সন্ধ্যা ৬টায় সেখানে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে শিক্ষার্থীদের সামনে প্রদর্শিত হয় সিনেমাটির ট্রেইলর। এ সময় বিপুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনন্ত ও বর্ষা সিনেমাটি দেখার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান। এ সময় তারা শিক্ষার্থীদের সাথে আন্তরিকভাবে কথা বলেন, তাদের সাথে সেল্ফি তোলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন