শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

নির্বাচনী প্রচারণায় পরিবর্তন আসুক

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দেশের যেকোনো নির্বাচন এলেই কাগজ ও প্লাস্টিকের পোস্টার, ব্যানার ইত্যাদিতে ছেয়ে যায় অলিগলি থেকে শুরু করে চারপাশ। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ভোট প্রার্থনার জন্য শুরু হয় ব্যপক প্রচারণা। গণসংযোগের পাশাপাশি চলে মাইকে প্রচারণা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থী, সমর্থক ও কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে এবং মন জয় করতে দেয় নানান প্রতিশ্রুতি। কিন্তু এমন নির্বাচনী প্রচারণা পরিবেশ দূষণ সহ জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। মিছিলের উচ্চ শব্দে একসাথে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে, মাইকে জোরে চিৎকার করে স্লোগান ও গান বাজিয়ে প্রচারণা চালানোর ফলে পরিবেশ দূষণ হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ নানান জায়গায় গণসংযোগের ফলে সৃষ্টি হয় তীব্র যানযট। ব্যানার, পোস্টার যথাসময়ে না সরানোর ফলে বর্ষায় বৃষ্টির সঙ্গে রাস্তাঘাট ও ড্রেন হয়ে জলাশয়ে গিয়ে পড়ে। ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। তাই পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণার বিকল্প নেই। তথ্য প্রযুক্তির প্রসারে ডিজিটাল প্রচারণার মাধ্যমে পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণা সম্ভব। দেশের অধিকাংশ ভোটারের হাতে মোবাইল ফোন রয়েছে। এসব মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে, ভয়েস কল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হতে পারে নির্বাচনী প্রচারণার অন্যতম প্ল্যাটফর্ম। ইতিবাচক ডিজিটাল নির্বাচনী প্রচারণার প্রসার ঘটলে একদিকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে অন্যদিকে জনজীবনের অস্বস্তি দূর হবে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ আশা করছি।

আরিফুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বন্দর কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন