শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাছের সাথে এ কেমন শত্রুতা !

পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধার পুকুরের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৭ পিএম

পার্বতীপুর পৌরসভার গুলপাড়া মহল্লার এক বীর মুক্তিযোদ্ধার লীজকৃত পুকুরে প্রায় বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলপাড়া কবরস্থানের পাশে বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলীর প্রায় ১ একর ১৩ শতকের উপর পুকুরটিতে কে বা কারা পূর্বের শত্রুতার জের ধরে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ছিটিয়ে মাছ নিধন করেছে।

বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী মৎস্য চাষী সমবায় সমিতির দীর্ঘ দিন ধরে পুকুরটিতে মাছ চাষ করে আসছিল। পুকুরটিতে রুই, কাতল, মৃগেল, পুঁটি, সিলভার কার্প মাছসহ বিভিন্ন জাতের মাছ নিধন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী ও তার সন্তান সামছুল আলম জানান, আমাদের পুকুরে কয়েক লক্ষ টাকার মাছ পুকুরে ছিলো। মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার মতো। এ প্রতিবেদক ও স্থানীয় জনগণ সন্ধ্যায় পুকুর পাড়ে গেলে পুকুরের মৃত মাছ দেখা যায়।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন