প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে দিনাজপুরের চার উপজেলায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলাগুলো হলো- দিনাজপুরের সদর, কাহারোল, চিরিরবন্দর ও বিরল।
আজ সোমবার সকাল ৮টায় জেলা শহরের বাসুনিয়াপট্টিতে ‘পার্টি সেন্টার’ নামে একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামাত হয়েছে। এতে ঈমামতি করেন মোখলেছুর রহমান।
এছাড়াও চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, রানীরবন্দর, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে ঈদের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে এখন ২০২২ সালে সদর উপজেলায় তা বেড়ে প্রায় ৩শতাধীক হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন