শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো সিনেমায় নোভা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

দর্শকপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপক নোভা প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘মৃধা ভার্সেস মৃধা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। এটি পরিচালনা করছেন রনি ভৌমিক। নোভা বলেন, যখন নাটকে নিয়মিত কাজ করতাম তখনও সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে ব্যাটে বলে মিলেনি বলে করা হয়নি। অবশেষে চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম। আশা করছি, খুব ভালো একটি সিনেমা হবে। আমারও নতুন অভিজ্ঞতা হবে। নির্মাতা রনি ভৌমিক জানান, সিনেমাটি সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য্য, স¤পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এতে নায়ক হিসেবে দেখা যাবে সিয়াম আহমেদকে। আরও থাকবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ একঝাঁক প্রিয়মুখ। সিনেমাটির নির্মাণ কাজ বেশ ঘটা করে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। উল্লেখ্য, নোভা আগের মতো কাজে নিয়মিত নন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। এরপর তিনি দীর্ঘদিন নিয়মিত কাজ করেছেন টিভিসি এবং নাটক ও টেলিফিল্মে। বিভিন্ন টিভি অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন