শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুর পৌরসভা নির্বাচন: যারা সাধারণ কাউন্সিলর নির্বাচিত হলেন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪৪ পিএম

চতুর্থ ধাপে অনুষ্ঠিত শেরপুর পৌরসভা নির্বাচনের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা। ১ নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবীব, ৩ নং ওয়ার্ডে রহমতুল্লাহ, ৪ নং ওয়ার্ডে নাহিদ, ৫ নং ওয়ার্ডে আঃ সাত্তার, ৬ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৭নং ওয়ার্ডে নিজাম, ৮নং ওয়ার্ডে বাবুল, ৯নং ওয়ার্ডে ইদ্রিস আলী গেন্দাকুল।

উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। এর মধ্যে ৫০২৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৯ টি ওয়ার্ডে মোট ৩৫ টি ভোট কেন্দ্রে প্রতিদ্বন্ধী ৭ মেয়র প্রার্থী ও ৪৯জন কাউন্সিলর ও ১৮জন সংরক্ষিত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনী মাঠে শেরপুর পৌরসভায় ৩৫টি ভোট কেন্দ্রের জন্য তিন টিম র‌্যাব, তিন প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

শেরপুর পৌরসভায় ৩৫ টি কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হয়ে প্রথমবারের মত ইভিএম মেশিনে ভোট চলে একটানা বিকাল চারটা পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন