শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন চমকের আভাস দিলেন অমিতাভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৪:১৭ পিএম

৫২ বছরের অভিনয় জীবন। আড়াইশোর কাছাকাছি ছবি। এমন ক্যারিয়ার নিয়েও নতুন ছবির শুটের মাঝে লেবুপানির গ্লাস হাতে ছবি শেয়ার করলেন অমিতাভ। শনিবার নিজের ইনস্টা আইডিতে মেডের শুটিং সেট থেকে এই ছবি পোস্ট করেন তিনি। লেদার জ্যাকেট আর সানগ্লাস এই বর্ষীয়ান অভিনেতাকে আরও ফুটিয়ে তুলছে। 

ছবিটি শেয়ার করা মাত্রই লাইক ও কমেন্টের সংখ্যা ভোরে যায় তার ইনস্টাগ্রামে। এই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, 'নিম্বু-পানি ধুপ মে, চাশমা জ্যাকেট শুট মে।' এমনকি তিনি আরও লিখেছেন 'কাহা হে ইয়ে অউর কোন সি হে পাতা চালে কুছ দের মে।' অর্থাৎ কিছু একটার চমক আসতে চলেছে খুব শীঘ্রই। তারই অপেক্ষা করতে বলেছেন বিগ-বি।

উল্লেখ্য ‘মেডে’ ছবির মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর অজয় দেবগন আর অমিতাভ বচ্চন একসঙ্গে পর্দায় আসছেন। এখানেই শেষ নয়। এই ছবির সঙ্গে আরও চমক জড়িয়ে আছে। ‘মেডে’ ছবিটির প্রযোজক অজয় দেবগন ফিল্মস। আর এই ছবির পরিচালনাও করছেন অজয়। অজয় পরিচালিত ছবিতে অমিতাভকে প্রথম অভিনয় করতে দেখা যাবে। থ্রিলারধর্মী এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন রাকুল প্রীত সিং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন