মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৯ পিএম

আদালত অবমাননার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে আগামী ১৬ই মার্চ আদালতে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

অ্যাডভোকেট ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন আদালত। একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে। আগামী ১৬ই মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন