নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইইব্লউটিএ। গতকাল বুধবার সকালে উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া হতে কাজীপাড়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিলের নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান। শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোতলা ভবনসহ ৭/৮টি দোকানসহ ঘর প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মাসুদ কামাল, সহকারী পরিচালক নুর হোসেন প্রমুখ।
বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিল জানান, সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলার কারণে একটি দোতলা ভবনসহ ৭/৮টি দোকানঘরসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো জানান, নোয়াপাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন