শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইইউ রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনিজুয়েলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ এএম

ভেনিজুয়েলায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তাকে কারাকাস ত্যাগের জন্য ৭২ ঘণ্টার সময় দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকার। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বিষয়টি নিশ্চিত করেছেন। জর্জ আরিয়াজা বলেন, ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিস ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করেছি।’ এর আগে ভেনিজুয়েলার পার্লামেন্টও এই ক‚টনীতিককে বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহŸান জানায়। মাদুরো প্রশাসনের ১৯ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ভেনিজুয়েলার পার্লামেন্ট ওই আহŸান জানায়।
গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ভেনিজুয়েলার ১৯ জন সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হন। এসব কর্মকর্তা দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ তোলেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুলিয়া প্রদেশের গভর্নর, ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর কমান্ডার, নির্বাচন কমিশনের প্রেসিডেন্টসহ তিন সদস্য। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভেনিজুয়েলার ৫৫ জন সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলো।
সূত্র: ওয়েবসাইট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন