শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভেনিজুয়েলায় ভারি বর্ষণ-ভূমিধ্বস, অন্তত ১৫ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ২:২৭ পিএম

ভেনিজুয়েলার আনদেসে ভারি বর্ষণের ফলে সৃষ্ট কাদাপানির ঢল ও ভূমিধ্বসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। পর্যটকদের কাছে আকর্ষণীয় ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যের কৃষি এলাকা মোকোটিজ ভ্যালিতে সাত দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেখানের বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে মেরিদা তদারকি করা কর্মকর্তা জেহিসন গুজমান এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে টোভার গ্রামের একটি রাস্তায় বিভিন্ন যানবাহন ভেসে যেতে এবং আরো অনেক গাড়ি মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখা যাচ্ছে।

মেরিদা গভর্নর রামন গুয়েভারা জানান, মোকোটিজ নদীর পাড় পানির চাপে ভেঙ্গে যাওয়ায় টোভার গ্রামে ব্যাপক বন্যা হয়েছে। গ্রামটির বিদ্যুত ও টেলিফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহর অভিমুখী বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

মেরিদা ভিত্তিক সাংবাদিক জেসাস কুইনতারো এএফপি’কে বলেন, ‘সেখানে খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন।’

এর আগে এ অঞ্চলে ২০০৫ সালের পুনরাবৃত্তি ঘটতে দেখা যাচ্ছে।’ ওই বছর প্রবল বর্ষণের কারণে ৪১ জন প্রাণ হারান এবং ৫২ জন নিখোঁজ হন। সূত্র : বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন