হেপাটাইটিস ও যক্ষ্মা রোগের জন্য ইরানের তৈরি টিকার দুটি ব্যাচ বুধবার (৩ আগস্ট) প্রথমবারের মতো ভেনিজুয়েলায় রপ্তানি করা হয়েছে।
২ লাখ ডোজের ইরানি টিকার প্রথম চালানটি ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেনিজুয়েলার কারাকাসে পাঠানো হয়। ইরানের পাস্তুর ইনস্টিটিউট তৈরি এসব টিকার মধ্যে বিসিজি এবং হেপাটাইটিস বি টিকা রয়েছে।
ইরান এখন পর্যন্ত ১০টি দেশ বিসিজি ভ্যাকসিন রপ্তানি করতে সফল হয়েছে।
অন্যদিকে, হেপাটাইটিস বি ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রে মাত্র পাঁচটি তৎপর দেশের তালিকায় নাম উঠলো দেশটির।
সূত্র: তেহরান টাইমস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন